আজ ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ ঝাড়খণ্ড পার্টির চাঁইবাসা জেলা কমিটির এক মিটিং পার্টির জেলা অফিসে অনুষ্ঠিত হল| মিটিং এ সভাপতিত্ব করেন ঝাড়খণ্ড পার্টির চাঁইবাসা জেলা কমিটির সভাপতি মাননীয় কলম্বস হাঁসদা| মিটিং এ বিশেষ ভাবে উপস্থিত ছিলেন প্রাত্তন সাংসদ দূর্গাপ্রসাদ জামুদা ও আরেক প্রাত্তন সাংসদ চিত্রসেন সিঙ্কু| বর্তমানে প্রাত্তন সাংসদ চিত্রসেন সিঙ্কু ঝাড়খণ্ড পার্টির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি| মিটিং এ প্রাত্তন সাংসদ চিত্রসেন সিঙ্কু জানান যে আগামী ১লা অক্টোবর, ২০২৩ রাজনগর ব্লকে ও ১০ ই অক্টোবর, ২০২৩ চাঁইবাসা জেলা সদরে ঝাড়খণ্ড পার্টির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে| মিটিং এ ঝাড়খণ্ড পার্টির কেন্দ্রীয় সচিব তথা মুখপাত্র মহেন্দ্র জামুদা জানান যে আগামী নভেম্বর মাসে চাঁইবাসা জেলায় ঝাড়খণ্ড পার্টির চাঁইবাসা জেলা সম্মেলনের আয়োজন করা হবে|
মিটিং এ সঞ্চালন করেন ঝাড়খণ্ড পার্টির চাঁইবাসা জেলা কমিটির মহাসচিব মঙ্গল সরদার| মিটিং এ আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন জয়রাম বারি, বালকৃষ্ণ দোরাইবুরু, রতন গোপ, শঙ্কর গোপ, ভারত গোপ, দামু দোরাইবুরু, লগাত হেমরম, গোবিন্দ গোপ, চন্দ্রশেখর হাঁসদা, ফ্রান্সিস তামসোয়, সুধানিয়া তামসোয়, মঙ্গল হাঁসদা, মঙ্গল সরেন, বিনোদ বিহারী কুজুর, মনোজ কুমার মাহালী, সুরেশ মাহাত সহ অন্যান্যরা|