ট্রেন্ডিং

ঝাড়খণ্ড আন্দোলন কেন শুরু হয়েছিল?

করম পরব উপলক্ষ্যে ঝাড়খণ্ড পার্টির পোশাক বিতরণ কর্মসূচী|

ঝাড়খণ্ড পার্টির চাঁইবাসা জেলা কমিটির মিটিং|

ঝাড়খণ্ডীদের আন্দোলনে পুলিস বার বার গুলি চালায় কেন?

ঝাড়খণ্ড পার্টির লোহারদাগা টাউন কমিটির সভাপতি নির্বাচিত হলেন মাননীয় দীপক কুমার সাহু মহাশয়|

ঝাড়খণ্ড পার্টির গুমলা জেলা সম্মেলন|

মালদা জেলার গঙ্গা পাড়ের বাসিন্দাদের দুর্দশা|

ন’বছরের দলিত ছাত্রকে পিটিয়ে মারার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই ঝাড়খণ্ড পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে|

⭕ছবি দুটো দেখে আতকে উঠলেন তো???

এটা বাংলার বাইরে নয়, তবে কলকাতা এবং মিডিয়ার চোখের বাইরের ছবি.. এটা হলো উত্তর বঙ্গের মালদা জেলার গঙ্গা পাড়ের বসতিদের বর্তমান ছবি..😥
সব হারিয়ে ফেলেছে.. প্রায় ৪০ হাজার মানুষ বিপর্যস্ত.. তাও কোনো সরকারের হেলদোল নেই.. মিডিয়া উনার স্পেন সফর নিয়েই ব্যাস্ত..

তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত মাননীয়া সাবিনা ইয়াসমিন (সেচ প্রতিমন্ত্রী) – 9734475450 উনার নম্বর দিলাম ইনার বাড়ি মালদা জেলাতেই কিন্তু উনি কিছুই করতে পারছেন না.. আপনারা উনাকে whatsapp বা কল করে প্রশ্ন করুন যে জনপ্রতিনিধি হিসেবে উনি কি করছেন এবং সেচ প্রতিমন্ত্রী হিসেবে কি করছেন??

তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত মাননীয় পার্থ ভৌমিক ( সেচ পূর্ণমন্ত্রী)- 9874167288/9874749955 আপনারা ইনাকেও প্রশ্ন করুন সেচ মন্ত্রী হিসেবে উনার দায়িত্ব কি তাদের প্রতি??

বিজেপি থেকে নির্বাচিত মাননীয় খগেন মুর্মু ( সাংসদ উত্তর মালদা)- 9434011112 উনাকেও প্রশ্ন করুন সবাই যে জনপ্রতিনিধি হিসেবে উনি গঙ্গা ভাঙন নিয়ে পার্লামেন্টে কতবার এই বিষয়ে আলোচনা করেছেন??

যারা এই পোস্ট টা দেখবেন মালদা গঙ্গা পাড়ের মানুষদের স্বার্থে প্লিজ শেয়ার করবেন সাথে যে নম্বর গুলো দেওয়া হলো সেগুলোতে প্রশ্ন করুন??

ঝাড়খণ্ড পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সবসময় গঙ্গাপাড়ের মানুষদের জন্য ছিলো আছে এবং থাকবে✅
লেখা ও ছবি নেওয়া হয়েছে White Politics এর ফেবু পাতা থেকে|